01
Apr
নিসান মোটর ইন্ডিয়া ও এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, এপ্রিল মাস থেকে এক্সনমোবিল তাদের বিস্তৃত রেঞ্জের ইঞ্জিন অয়েল সরবরাহ করবে নিসান ইন্ডিয়াকে। এই পার্টনারশিপের ফলে নিসান গাড়ির মালিকরা অ্যাডভান্সড লুব্রিক্যান্টস টেকনোলজির সুবিধা ভোগ করতে পারবেন, যা দেবে ‘অপ্টিমাল পারফর্ম্যান্স রিলায়াবিলিটি’ ও ‘পোটেনশিয়াল ফুয়েল ইকোনমি বেনেফিট’। এই ইঞ্জিন অয়েল ভারতের বিএস-৬ মানের হলেও তা পূর্বের বিএস-৩ বা বিএস-৪ নিসান প্যাসেঞ্জার ভেহিকেলগুলিরও উপযোগী। সম্পূর্ণ-নতুন ইঞ্জিন অয়েলের রেঞ্জে থাকছে – নিসান জেনুইন পার্টস মোটর অয়েল এসএই ০ডব্লিউ-২০, ৫ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৪০। এগুলির মধ্যে রয়েছে সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক পিভি প্রোডাক্টস, যেগুলি এক্সনমোবিলের গ্লোবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রস্তুত। এক্সনমোবিলের…