18
Nov
করোনা আবহে এবং আতঙ্কে দেশের অর্থনীতি তলানিতে। সরকার পরিস্থিতি নিউ নর্মাল করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। লকডাউন ৫ এ সম্প্রতি সিনেমা হল খুলেছে। সিনেমা হল খুললেও সিনেমা তৈরির কাজ কিন্তু তেমন হচ্ছে না বললেই চলে। প্রযোজকরা ভেবে চিন্তে সতর্ক পদক্ষেপে সিনেমায় নামতে চলেছেন। এমন পরিস্থিতিতে নিজের মতামত তুলে ধরলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় । সম্প্রতি মুক্তি পেয়েছে আবির-রুক্মিণী অভিনীত, সৌভিক কুণ্ডু পরিচালিত, জিৎ প্রযোজিত ছবি সুইৎজারল্যান্ড৷ তিনি জানিয়েছেন করোনার মধ্যেও বাঁচাতে হবে আমাদের দেশের অর্থনীতি৷ ফলে মনের জোর দেখিয়ে নিতে হবে বেশ কিছু সাহসী পদক্ষেপ, যাতে সুরক্ষাবিধি লঙ্ঘন হবে না আবার একই সঙ্গে অর্থনীতির চাকাও গড়াবে৷ এমনই মনে করেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়৷…