15
Apr
আসামের বিহু বিশ্বের দরবারে নতুন পরিচিতি পেয়েছে। ঐতিহ্যবাহী এই উৎসবের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে বিহু নৃত্যে ১১ হাজার ৩০৪ জন নৃত্যশিল্পী অংশ নিয়েছিলেন। সঙ্গে ছিল তিন হাজার ঢাকি। বিহু নৃত্য দেখতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সদর দফতর লন্ডন থেকে সদস্যরা এসেছিলেন। এর আগে এক উঠানে এত হাজার হাজার মানুষ বিহু নাচেনি। যে কারণে এই ঘটনা নজির স্থাপন করেছে। একই মাঠে একসঙ্গে তিন হাজার ধুলিয়া ঢাক বাজিয়েও বিশ্ব রেকর্ডও গড়েছেন। শুক্রবার থেকে আসামে শুরু হয়েছে রঙ্গোলি বিহু। তারই অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। "বৃহস্পতিবার, আমরা বিহু নাচ এবং ঢাক বাজানোর জন্য…