28
Jul
বন্ধন ব্যাংকের লক্ষ্য হল একটি সাশ্রয়ী আর্থিক সংস্থা হয়ে ওঠা, যা সরল, ব্যয়-সাশ্রয়ী ও উদ্ভাবনী আর্থিক সমাধান জোগাবে। একটি ইউনিভার্সাল ব্যাংক হিসেবে এই ব্যাংক পাঁচ বছর পূর্ণ করতে চলেছে। গ্রামীণ ও আধা-শহর এলাকায় অবস্থিত ৭১ শতাংশ ব্যাংকিং আউটলেট-সহ বন্ধন ব্যাংক ভারতের কোণে কোণে পৌঁছে যাচ্ছে ব্যাংকবিহীন ও স্বল্প-ব্যাংক্কের সুবিধাপ্রাপ্ত ব্যক্তিবর্গের নিকটে এবং তাদের দিচ্ছে সংগঠিত ফাইন্যান্সের সুযোগ, যা তার ইনক্লুসিভ ব্যাংকিংয়ের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বন্ধন ব্যাংক মাইক্রোক্রেডিটের উপরে ৭০ বেসিস পয়েন্টস (বিপিএস) ইন্টারেস্ট রেট হ্রাস করে ১৭.৯৫% পর্যন্ত করেছে মাইক্রোলোন গ্রাহকদের আরও বেশি ক্ষমতায়ণের জন্য । সম্প্রতি, কোভিড-১৯ পরবর্তী সময়ে শহর-গ্রামের সমীকরণ বদলে গিয়েছে। শহর এলাকায় জীবিকার জন্য চলে যাওয়া…