02
Sep
বাঙালির হৃদয়ের একচ্ছত্র মহানায়ক উত্তমকুমারের পূর্ণাবয়ব প্রতিকৃতি বসতে চলেছে বর্ধমানে । বর্ধমান শহরের রথতলা মাঠে বসবে এই মূর্তি। বর্ধমানের কাঞ্চন উৎসব কমিটি এই মূর্তি বসানো পরিকল্পনা নিয়েছে। এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই কাঞ্চন উৎসব কমিটির কাছে এই আবেদন জানিয়ে আসছিলেন । তাঁদের মতামতকে গুরুত্ব দিয়ে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। কাঞ্চন উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ধমান শহরের রথতলায় আগামী 3 সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি হৃদয়ের নয়নের মনি মহানায়ক উত্তমকুমারের পূর্ণাবয়ব প্রতিকৃতির আবরণ উন্মোচন হবে। সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন, উত্তমকুমারের পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়। চুরানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে এই কর্মসূচি…