23
Oct
গত ৬ অগাস্ট ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া’র (এফডিসিআই) সহযোগিতায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ‘দ্য শোকেস’ শুরু হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নেক্সট জেনারেশনের ফ্যাশন ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কন্টেন্ট ক্রিয়েটরদের সন্ধান করা যাতে তারা নিজেদের কর্মজীবনের পথে এগিয়ে যেতে পারেন। দেশব্যাপী সাড়া জাগিয়ে ও টিম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার পর সেকেন্ড এডিশনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে ‘দ্য শোকেস’। বিজয়ীরা হলেন – পন্ডিচেরীর ফ্যাশন ডিজাইনার নৌসাদ আলি, নতুন দিল্লির সম্ভাবনাময় মডেল ইশপ্রীত কাউর, নতুন দিল্লির ফ্যাশন শাটারবাগ তনয় বব্বর, মুম্বইয়ের কর্পোরেট প্রফেশনাল এবং ফ্যাশন ও লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর ঊর্বশী চৌধুরি। সেকেন্ড এডিশনের সমাপ্তির মধ্য দিয়ে দেশের তরুণ ও উচ্চাশাবিশিষ্ট প্রতিভাবানদের এক…