27
Aug
তাঁর এক-একটা বিস্ফোরক মন্তব্য ঝড় তোলে আসমুদ্র হিমাচলে! তাঁর আক্রমণ ও কটাক্ষের তালিকায় বলিউডের সিংহভাগ! এবার এই ঠোঁটকাটা স্বভাবের জন্যই বিপাকে পড়লেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াত , তাঁর বিরুদ্ধে গুরুগ্রামে দায়ের হল দেশদ্রোহের মামলা । গুরুগ্রামের ৩৭ সেক্টর থানায় ভীমসেনার প্রধান সতপাল তনওয়ার এই অভিযোগ দায়ের করেছেন । তাঁর অভিযোগ, কঙ্গনার জাতি বৈষম্য নিয়ে ট্যুইট সংবিধান বিরোধী, সংবিধানের অপমান করছে । ঘটনার সূত্রপাত শেখর গুপ্তর একটি ট্যুইট থেকে! তিনি মার্কিন সঞ্চালক, সমাজসেবী, লেখিকা ওফরা উইনফ্রে-র একটি ট্যুইটের রিপ্লাইয়ে লেখেন, '' ওফরা উইনফ্রে জাতি বিষয়ক একটি বই ১০০ জন মার্কিন সিইও-কে পাঠিয়েছেন! অথচ, ভারতীয়রা আজও এই বিষয়ে একটা কথা বলেন না!'' এই ট্যুইটের উত্তরেই রবিবার কঙ্গনার…