28
Jan
ওড়িশায় পুরীর সমুদ্রসৈকতে কোলগেট বেদশক্তি টুথপেস্ট বিষয়ক একটি আকর্ষণীয় বালুভাস্কর্য সৃষ্টির উদ্দেশ্যে কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড সহযোগিতায় আবদ্ধ হল ওড়িশার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী সুদর্শন পটনায়েকের সঙ্গে। এই বালুশিল্পের মাধ্যমে ‘মুহ্ স্বছ্ তো আপ হেলদি’ বার্তা ছড়িয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ২০২০ সালে কোলগেটের ‘মুহ্ স্বছ্ তো আপ হেলদি’ ক্যাম্পেন শুরুর সময় থেকেই মানুষকে অবহিত করা হচ্ছে মুখের ভেতরের জীবানু কীভাবে শারীরিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়। সুদর্শন পটনায়েকের বালির মূর্তিতে ফুটিয়ে তোলা হবে কীভাবে মুখের মধ্য দিয়ে জীবানু শরীরে প্রবেশ করে। সেইসঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ওরাল কেয়ারের গুরুত্ব বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে।