10
Aug
বিমানযাত্রীরা যাতে সাতদিন অবধি তাদের বিমান ভাড়ার মূল্যের সম্ভাব্য ওঠাপড়া আটকে রাখতে পারেন সেজন্য ভারতের অগ্রণী অনলাইন ট্রাভেল ব্র্যান্ড গোইবিবো ‘প্রাইস লক’ নামে এক ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার চালু করল। প্রাইস লকের উদ্দেশ্য হল টিকিটের দাম না মিটিয়েই যাত্রীরা যেন আগে থেকে বিমানে আসন বুক করে রাখতে পারেন। প্রাইস লকের মাধ্যমে টিকিটের মূল্যবৃদ্ধির হাত থেকেও রক্ষা পাবেন বিমানযাত্রীরা। প্রাইস লক সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা টিকিটের দাম ১ দিন, ৩ দিন বা ৭ দিন আটকে রাখতে পারবেন সামান্য কিছু ফী দিয়ে, যা পরবর্তীতে টিকিট কেনার সময়ে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। অনেকসময় যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিমানযাত্রীরা চিন্তায় থাকেন তারা টিকিট কেটে ফেলবেন, নাকি…