02
Jul
মহারাষ্ট্রের ভাসাইয়ের মাত্র ২৫ বছর বয়সী হর্শবর্ধন জোশি প্রথমবারের চেষ্টাতেই এভারেস্ট জয় করেছেন। সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ মাউন্ট এভারেস্ট জয়ী সেই তরুণ পর্বতারোহী হর্ষবর্ধন জোশির প্রেরণাদায়ী কাহিনী তুলে ধরতে এগিয়ে এসেছে। মাত্র ১৮ বছর বয়স থেকেই হর্ষবর্ধন পাহাড়ের প্রতি আকর্ষিত হন। পেশায় ইঞ্জিনিয়ার হর্ষবর্ধন তরুণতম ভারতীয় হিসেবে স্টক কাংরিতে (২০ হাজার ফুট) আরোহণ করেছিলেন ২০১৬ সালে। তারপর থেকে তিনি এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা চালাতে থাকেন এবং এজন্য বিগত ৬ মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি। হর্ষবর্ধন জোশি বলেন, প্রথম প্রচেষ্টাতেই এভারেস্ট শৃঙ্গে পৌছানোর ব্যাপারে রয়্যাল স্ট্যাগ ছাড়া আর কোনও ভালো সঙ্গীর কথা তাঁর চিন্তাতেও আসেনা। এই দুর্গম যাত্রায় রয়্যাল…