INDIAN RED CROSS SOCIETY

রাণিনগরে ৩৫০ পরিবারকে এইচসিসিবি’র রেশন

রাণিনগরে ৩৫০ পরিবারকে এইচসিসিবি’র রেশন

অভাবী গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী বন্টন করল ভারতের অন্যতম অগ্রণী এফএমসিজি কোম্পানি এইচসিসিবি। জলপাইগুড়ির রাণিনগরে এইচসিসিবি তাদের এনজিও পার্টনার রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ নিধির সহায়তায় ও ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির (জলপাইগুড়ি) সহযোগিতায় এই কর্মসূচি পালন করে। এই উদ্যোগ এইচসিসিবি’র দেশব্যাপী ‘কোভিড কেয়ার’ প্ল্যানের অঙ্গ। দেশে অক্সিজেন সরবরাহের সঙ্কট হ্রাস করার লক্ষ্যে এইচসিসিবি ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরণ করছে। এইচসিসিবি’র তরফে দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর, আইসিইউ বেড, আইসিইউ সরঞ্জাম, বাইপাপ মেশিন ও অন্যান্য অত্যাবশ্যক চিকিৎসা সরঞ্জামও বিতরণ করা হচ্ছে।
Read More