13
Sep
একজন কনসেপচুয়াল আর্টিস্ট, এডিটর ও মিউজিক কম্পোজার জুবিন মিত্রের জন্ম ১৯৮৮-র ৯ জুন। জন্ম থেকে গড়েবেড়ে ওঠা – সবই কলকাতায়। ‘ট্রিবিউট টু আলি আকবর খান’ নামের একটি ডকুমেন্টারি ফিল্মে ভিসুয়াল আর্টিস্ট হিসেবে প্রথম কাজ করার সুযোগ পান জুবিন। জুবিন ড্যান্সার হিসেবে কলকাতায় মমতাশঙ্কর ড্যান্স কোম্পানিতে যোগ দেন। সেখানে সক্রিয়ভাবে কাজ করতে করতে থ্রী-ডি আর্টিস্ট রূপে তাঁর প্রথম বড় কাজের সুযোগ আসে ‘ফ্রেন্ডস’ বাংলা মুভিতে (২০০৯) । মমতাশঙ্কর ড্যান্স কোম্পানিতে থাকাকালীন নাচের জন্য তিনি অনেক ইন্দো-ইউরোপিয়ান কনসার্টের স্বীকৃতিও পেয়েছেন। সাম্প্রতিক ‘ডিভাইন ইমোশন’-এ তাঁর ভূমিকা যথেষ্ট প্রশংসা অর্জন করেছে, যা ‘লিফট-অফলাইন’ ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশনও পেয়েছে। শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক স্তরেও কনসেপচুয়াল আর্টিস্ট…