Mainak Bhaumic

মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি ‘একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন’

মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি ‘একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন’

মৈনাক ভৌমিকের ছবি চিনি ২০২০ সালের অন্যতম সফল ছবি। এবার তিনি নিয়ে আসতে চলছেন তাঁর পরবর্তী ছবি ‘একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য, অলকানন্দা রায় ও সৌরসেনী মৈত্র। ছবির নাম দেখেই আন্দাজ করা যাচ্ছে এটি একটি ফ্যামিলি ড্রামা। এই ছবির গল্প এক একান্নবর্তী পরিবারের। কোনও এক সময়ে পরিবারের সদস্যরা একসঙ্গে থাকলেও কালের নিয়মে এখন আলাদা। তারা মিলিত হয় বাড়ির দুর্গাপুজোয়। আর এই পুজোকে ঘিরেই এগোবে গল্পের চাকা। আসলে দিন দিন নিউক্লিয়ার ফ্যামিলি হতে হতে আগামী প্রজন্ম প্রায় ভুলতে বসেছে যৌথ পরিবারের ধারণাকে। পর্দায় সেই স্বাদ ফেরাতে চলেছেন মৈনাক। পরিচালক মৈনাকভৌমিক বলেন, ‘এই সময় সবাই সবার…
Read More