12
Jul
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের (এমএসআইএল) ‘এরিনা’ ও ‘নেক্সা’ গ্রাহকরা এখন অনলাইন কার ফাইন্যান্সের সুবিধা গ্রহণ করতে পারবেন মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্সের (এমএসএসএফ) মাধ্যমে। মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্স হল এক ওয়ান-স্টপ অনলাইন ফাইন্যান্স পোর্টাল যা গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। বর্তমানে ১৪টি ফাইন্যান্স কোম্পানি রয়েছে মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্সের সঙ্গে। ২০২০ সালের ডিসেম্বরে এমএসএসএফ কয়েকটি নির্দিষ্ট শহরে চালু করা হয়েছিল। শুরু থেকে এপর্যন্ত পোর্টালটি ভিজিট করেছেন প্রায় ২৫ লক্ষ গ্রাহক। এতে প্রাপ্তব্য সুবিধাগুলির মধ্যে রয়েছে – সঠিক ফাইন্যান্স পার্টনার বেছে নেওয়া, সঠিক লোন প্রোডাক্ট পছন্দ করা, ফাইন্যান্স ও লোন সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন ও প্রক্রিয়া সম্পন্ন করা। সব সুবিধাই অনলাইনে উপলব্ধ।