18
May
প্রথম ইন্ডাস্ট্রিয়াল বি-টু-বি কমার্স প্লাটফর্মে উন্নীত হয়ে এক গুরুত্ত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করে মোগলিক্স ইউনিকর্ন ক্লাবের সদস্য হল। ১২০ মিলিয়ন ডলার সিরিজ ই ফান্ডিং রাউন্ডে এই কোম্পানির মূল্যমান বর্তমানে ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ফান্ডিংয়ের সাম্প্রতিক রাউন্ড মোগলিক্সের সর্বমোট সংগৃহিত তহবিলের পরিমাণ ২২০ মিলিয়ন ডলারে পৌঁছে দিয়েছে। এই রাউন্ডের ফান্ডিংয়ে কোম্পানির বর্তমান ইনভেস্টরসমূহ, যেমন টাইগার গ্লোবাল, সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়া ও ভেঞ্চার হাইওয়ে-কে অংশগ্রহণ করতে দেখা গেছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত মোগলিক্স ভারত, সিঙ্গাপুর, ইউকে ও ইউএই-তে ৫০০,০০০-এর অধিক এসএমই ও ৩,০০০ ম্যানুফ্যাকচারিং প্লান্টে সলিউশন প্রদান করে। মোগলিক্স প্লাটফর্ম থেকে অনেক ম্যানুফ্যাকচারিং মেজর ও পিএসইউ অপ্রত্যক্ষভাবে মেটেরিয়াল সংগ্রহ করে থাকে। মোগলিক্সের সাপ্লাই চেইন নেটওয়ার্কে…