10
Jul
"মহীনের ঘোড়াগুলি" রেখেই চলে গেলেন রঞ্জন ঘোষাল। বাংলা ব্যান্ড ঘরানার পথিকৃতদের একজন তিনি। মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল চলে গেলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। রঞ্জনের জন্ম বর্ধমান জেলার মেমারিতে। বাবা ছিলেন দুঁদে গোয়েন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে রঞ্জন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। গৌতম চট্টোপাধ্যায়ের প্ৰথম ব্যান্ড সপ্তর্ষিতে অন্যতম সদস্য ছিলেন রঞ্জন। ১৯৭৫ নাগাদ মহীনের ঘোড়াগুলি যখন প্রতিষ্ঠা হচ্ছে, রঞ্জন উপস্থাপক হিসেবে যোগ দেন। মহীনের প্রথম অ্যালবাম 'সংবিগ্ন পাখিকুল'-এর 'ভেসে আসে কলকাতা', 'সংবিগ্ন পাখিকুল', 'মেরুন সন্ধ্যালোক'-এর মতো গানগুলি রঞ্জন ঘোষালেরই লেখা।