30
Jun
দেশে আনলক প্রক্রিয়া চালু হওয়ার পাশাপাশি নিসান ইন্ডিয়া প্রবাদপ্রতিম ক্রিকেটার কপিল দেবকে সঙ্গী করে একটি সংহত ‘জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সেফটি ক্যাম্পেন’ চালু করেছে। এর উদ্দেশ্য, ক্রিকেটের মাধ্যমে ভারতে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা গড়া ও ক্ষমতায়ন করা। এই ক্যাম্পেনের সামনে থাকবেন ভারতের আইকনিক ক্রিকেট অ্যাম্বাসাডর কপিল দেব। এই ক্যাম্পেনের মাধ্যমে দেশবাসীর মধ্যে নিরাপত্তার বার্তা প্রচার করা হবে যাতে তারা স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য একযোগে লড়াই করেন, যেমনটি করেন ‘টাফেস্ট ম্যাচের’ ক্ষেত্রে। সাতটি ভিডিয়োর সিরিজ নিয়ে শুরু করা এই ক্যাম্পেন চলবে সকল ডিজিটাল প্লাটফর্মে। প্রতি তৃতীয় দিনে একটি করে নতুন লাইভ ভিডিয়ো যোগ হতে থাকবে। উল্লেখ্য, নিসান ইন্ডিয়া কোভিড-১৯ রিলিফ ইকুইপমেন্ট হিসেবে ৪.৩…