03
Jul
তরুণদের মধ্যে ‘রিপ্রোডাক্টিভ হেলথ’ বিষয়ে বেশিমাত্রায় সচেতনতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর (ইউএসএইড) সহযোগিতায় ফেডারেশন অফ ওবস্টেট্রিক অ্যান্ড গায়নাকোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া (ফগসি) লঞ্চ্ করল ‘পঙ্খ্ ইনিশিয়েটিভ’। পঙ্খ্ (হিন্দিতে যার অর্থ পাখা) উদ্যোগের মুখ্য উদ্দেশ্য হল দ্বিধা বা জড়তা ত্যাগ করে ‘সেফ সেক্সুয়াল বিহেভিয়র’ ও ‘প্রপার কন্ট্রাসেপ্টিভ ইউজ’ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। কোভিড-১৯ অতিমারির কারণে ‘রিপ্রোডাক্টিভ হেলথ’-সহ স্বাস্থ্যগত বিভিন্ন দিকের প্রতি সকলের দৃষ্টি আকর্ষিত হয়েছে। লকডাউনের সময়ে কন্ট্রাসেপ্টিভ সংগ্রহে অসুবিধার জন্য প্রায় ২.৭ মিলিয়ন অনাকাঙ্ক্ষিত গর্ভাধান হয়েছে। কোভিড-১৯ জনিত কারণে কন্ট্রাসেপ্টিভ ও রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ক বার্তা প্রচারেও বাধার সৃষ্টি হয়েছে। ফলে তরুণবয়স্করা রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ক সঠিক…