04
Sep
আজ ৪ সেপ্টেম্বর আজ হিন্দী চলচিত্রের অন্যত্তম অভিনেতা ঋষি কাপুর এর জন্মদিন। ১৯৫২ সালে তিনি মুম্বাইয়ের চেম্বুর শহরে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।তার জন্মনাম হল ঋষি রাজ কাপুর।তিনি চলচ্চিত্র পরিচালক এবং নায়ক রাজ কাপুরের দ্বিতীয় পুত্র সন্তান। ১৯৭০ সালে তার পিতা রাজ কাপুরের পরিচালিত চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে তিনি আত্মপ্রকাশ করেন। সেরা শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জিতে নেন তিনি। পরবর্তী কালে ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এর পর এক এক করেচান্দিনী (১৯৮৯),দিওয়ানা (১৯৯২),নাগীনা (১৯৮৬), মেরা নাম জোকার (১৯৭০)আমার আকবর এন্টনী (১৯৭৭), প্রেম রোগ (১৯৮২) দা…