11
Jun
সোনি ইন্ডিয়া নিয়ে এলো নতুন ব্রাভিয়া এক্স৯০জে টেলিভিশন সিরিজ। এটি বিশ্বের প্রথম কগনিটিভ ইন্টেলিজেন্স-যুক্ত টিভি, যা মানুষের মস্তিষ্কের মতো চিন্তাশক্তি সম্পন্ন। এতে থাকা কগনিটিটিভ প্রসেসর এক্সআর মানুষের মতো বুদ্ধিমত্তা ব্যবহার করে দর্শকের ফোকাল পয়েন্ট চিহ্নিত করতে পারে। এই টিভিতে রয়েছে ফুল অ্যারে এলইডি প্যানেল, এক্সআর ট্রিলুমিনস প্রো ও এক্সআর কনট্রাস্ট বুস্টার। ব্রাভিয়া এক্স৯০জে টিভিতে গুগল টিভি ব্যবহারের মাধ্যমে ৭০০,০০০টিরও বেশি মুভি ও টিভি এপিসোড দেখা যাবে। দর্শকদের শুধু টিভিকে তাদের পছন্দের কথা বলতে হবে। এজন্য টিভির রিমোটের দরকার হবে না। নতুন এক্সআর৯০জে সিরিজ পাওয়া যাবে ১৮৯সিএম (৭৫), ১৬৫সিএম (৬৫) ও ১৪০সিএম (৫৫) সাইজে। সোনির নতুন টিভি (মডেল এক্সআর-৫৫-এক্স৯০জে) ১০ জুন…