07
Sep
টোকিও অলিম্পিকে দুর্দান্ত সাফল্যের জন্য ভারতের বক্সিং স্টার লভলীনা বরগোহাঁইকে সংবর্ধনা জানালো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। অলিম্পিকের ব্রোঞ্জ মেডালিস্ট লভলীনার ইচ্ছাপূরণের জন্য ওএনজিসি তাকে একটি ‘পার্সোনাল জিমন্যাসিয়াম’ তৈরি করে দেবে তার জয়ের স্বীকৃতি হিসেবে। লভলীনা ভারতের তৃতীয় বক্সার যিনি অলিম্পিকসে মেডেল জিতেছেন। তার নাম ইতিহাসে স্থান পাবে ভারতের সর্বকালের অন্যতম অলিম্পিয়ান ও বক্সার হিসেবে। ওএনজিসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর (আসাম অ্যান্ড আসাম আরাকান বেসিন, জোরহাট) সুষমা রাওয়াত জানান, তারা লভলীনার সাফল্যে গর্বিত। তার জয় সকলকে লক্ষ্য অর্জনের প্রেরণা জোগাবে। স্বীকৃতির স্মারক হিসেবে তার ইচ্ছানুসারে তাকে একটি ব্যক্তিগত জিমন্যাসিয়াম তৈরি করে দেবে ওএনজিসি, যাতে তিনি বাড়িতে থেকেই ভালভাবে অনুশীলন করতে…