08
Oct
উবের অটো সার্ভিস শুরু হল আগরতলায়। নিউ নর্মাল পরিস্থিতিতে যাত্রীদের সহজ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থার অভাব দূর হবে উবেরের এই উদ্যোগের ফলে। আগরতলায় উবেরের এই সার্ভিস ভারতের ৮৩তম শহরে ও ত্রিপুরায় তাদের প্রথম উপস্থিতি সূচিত করল। আগরতলায় উবের অটোর সম্প্রসারণের ফলে সাশ্রয়ী মূল্যে উবেরের ডোরস্টেপ পিক-আপ, সেফ ও কনট্যাক্টলেস পেমেন্টস ব্যবস্থা বাস্তবায়িত হবে। আগামী মাসগুলিতে উবের তার পরিষেবার পরিধি আরও প্রসারিত করবে শহরের বিভিন্নরকম চলাচলের চাহিদানুসারে। যখন ভারতে আবার হাজার হাজার মানুষ যাতায়াত শুরু করেছেন, তখন উবেরের লক্ষ্য হল সহজ পিক-আপ, ঝামেলামুক্ত যাত্রা ও ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করা এবং অটো রিকশ’র জন্য ‘ট্রাডিশনাল স্ট্রিট হেইল মডেল’-এর পরিবর্তে ‘ই-হেইল’ ব্যবস্থার…