29
May
ভারতে কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা প্রদানের উদ্দেশ্য নিয়ে ক্যানন ইন্ডিয়া একটি টিকাকরণ সচেতনতা অভিযান আরম্ভ করেছে। সেইসঙ্গে, টিকাকরণের জন্য নাম নথিভুক্তি সংক্রান্ত সহায়তা কেন্দ্র স্থাপন করেছে তাদের অ্যাডপ্টেড ভিলেজগুলিতে। অ্যাডপ্টেড ভিলেজগুলি হল: মাহেশ্বরী (হরিয়াণা), পরিবালি (মুম্বই), কল্যাণপুর (কলকাতা) ও আন্নাদড়ি (ব্যাঙ্গালোর)। ক্যানন ইন্ডিয়া ওইসব গ্রামবাসীদের টিকাকরণ, টিকা নেওয়ার সুবিধা, প্রক্রিয়া ইত্যাদি নানা বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা জুগিয়ে চলেছে। এছাড়াও, সরাসরি গিয়ে নাম তোলার ব্যবস্থা না থাকলে সরকারি পোর্টালে নাম তোলার ব্যাপারেও ক্যানন ইন্ডিয়া সাহায্য করছে। টিকাকরণ বিষয়ক সচেতনতা অভিযান আরম্ভ হওয়ার পর থেকে এক সপ্তাহের মধ্যে এক হাজার জনেরও বেশি মানুষকে টিকাকরণ প্রক্রিয়া সম্পর্কে জ্ঞাত করা ও…