vi kyc

অনলাইন জালিয়াতির বিরুদ্ধে ‘ভি’

অনলাইন জালিয়াতির বিরুদ্ধে ‘ভি’

কিছু কিছু ‘ভি’ গ্রাহকদের কাছে কোম্পানির প্রতিনিধি সেজে জালিয়াতরা অবিলম্বে কেওয়াইসি আপডেট করার জন্য এসএমএস পাঠাচ্ছে ও কল করছে এবং হুমকি দিয়ে জানাচ্ছে কেওয়াইসি আপডেট না করলে সিম ব্লক হয়ে যাবে।  অনেকসময় তারা গ্রাহকদের নিকট থেকে ভেরিফিকেশনের নামে নানা গোপন তথ্য জানতে চাইছে। ‘ভি’-এর পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক করে বলা হয়েছে তারা যেন কোনক্রমেই ফোনকলের ভিত্তিতে কেওয়াইসি তথ্যাবলী বা ওটিপি শেয়ার না করেন এবং এসএমএস-এ দেওয়া কোনও লিংকে ক্লিক না করেন। ‘আনভেরিফায়েড’ লিংকে ক্লিক করলে বা গোপন তথ্য শেয়ার করলে তাদের মোবাইল ডিভাইস থেকে ডেটা ও তথ্যাবলী চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ‘ভি’ স্পষ্টভাবে জানিয়েছে, কোম্পানির তরফে গ্রাহকদের কোনও এসএমএস…
Read More