09
Sep
ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ভোডাফোন আইডিয়া টিচার্স ডে কনক্লেভ ২০২১’, যার উদ্দেশ্য ছিল টিচার্স স্কলারশিপ প্রোগ্রামের দ্বারা উপকৃত শিক্ষকদের সম্মান প্রদর্শন করা। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বেন্দ্র বিক্রম বাহাদুর সিং (ডিরেক্টর, এসসিইআরটি ও বেসিক এডুকেশন, উত্তর প্রদেশ), ও এল মান্দলই (অ্যাডিশনাল ডিরেক্টর, আরএসকে, মধ্য প্রদেশ), ড. দেবাঙ বিপিন খাখর (ফর্মার ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুম্বই), পি বালাজি (চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, ভিআইএল ও ডিরেক্টর, ভোডাফোন ফাউন্ডেশন)। ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের তরফে ভোডাফোন আইডিয়া টিচার্স স্কলারশিপ প্রোগ্রাম ২০২১-এর বিজয়ীদের সম্মান জানিয়ে ২২টি রাজ্যের ১১০ জনের প্রত্যেককে ১ লক্ষ টাকার স্কলারশিপ প্রদান করা হয়।…