জাওয়া-ইয়েজদি মোটরসাইকেলসের তাক্তসাঙ ট্রেল রাইড সমাপ্ত

জাওয়া-ইয়েজদি মোটরসাইকেলস আয়োজিত বার্ষিক তাক্তসাঙ ট্রেল রাইড সমাপ্ত হল গুয়াহাটিতে। এতে অংশ নেওয়া ১৪ জন রাইডারকে তাদের যাত্রাপথে উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে যেতে হয়েছিল। রাইড চলাকালীন জাওয়া ও ইয়েজদি নোমাড’রা প্রায় ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন জাওয়া ও ইয়েজদি মোটরসাইকেলে।

তাদের যাত্রাপথে ছিল ডিমাপুর, জোরহাট, ইটানগর, তেজপুর ও গুয়াহাটি। রাইডের সময়ে নোমাডদের সঙ্গে যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর রাইডারগনও। এশিয়ার প্রথম গ্রিন ভিলেজ খোনোমা থেকে রাইড আরম্ভ হয়ে ডিমাপুরে পৌঁছায়, যেখানে নাগাল্যান্ডে জাওয়া-ইয়েজদির ফ্ল্যাগশিপ স্টোর চালু হতে চলেছে।

 ডিমাপুরের পর রাইডাররা ব্রহ্মপুত্র নদের তীরে নেমাতি ঘাটে পৌঁছান। নেমাতি থেকে ইটানগরে যাওয়ার পথে আসামের মাজুলি, নর্থ লখিমপুর ও নির্জুলি ছিল। ইটানগরের পর রাইডারদের যাত্রাপথে ছিল নামেরি ন্যাশনাল ফরেস্ট রিজার্ভ, পাক্কে টাইগার রিজার্ভ ও জিয়াভরালি নদী।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *