মানিক দত্তের সঙ্গে হাত মিলিয়েছেন তনিরা

পশ্চিমবঙ্গের ফুলিয়ায় ‘মানিক দত্ত’-এর ‘তাঁতিশালা’ প্রোগ্রামের সাথে হাত মিলিয়েছে তনিরা। এই  তনিরা হল টাটার প্রোডাক্ট।  ফুলিয়ার জামদানি তাঁতিদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাঁত শিল্পের সংরক্ষণ ও ফুলিয়ার জামদানি তাঁতিদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন। উল্লেখ্য,  ফুলিয়ার তাঁতি সম্প্রদায়ের সাথে টাটার তনিরা এই অংশীদারিত্ব  সিল্ক, কটন সিল্ক এবং খাঁটি সুতির জামদানি শাড়ির উৎকর্ষতা বাড়াবে।

তানিরার সাথে ‘তাঁতিশালা’ প্রোগ্রামের এই পার্টনারশিপ ফুলিয়ার তাঁত শিল্পের অবকাঠামো উন্নয়ন সহ  কারিগরদের পর্যাপ্ত কর্মক্ষেত্র প্রদানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  উল্লেখ্য, ‘মানিক দত্ত’ কয়েক প্রজন্ম ধরে হাতে বোনা জামদানি শাড়ি  তৈরির সাথে যুক্ত। ‘মানিক দত্ত’ প্রায় ৩০০টিরও বেশি তাঁত কারখানা পরিচালনা করে। প্রতিটি কারখানায় প্রায় ১০ জন   কারিগর কাজ করেন।   

তনিরার চিফ এগজিকিউটিভ অফিসার অম্বুজ নারায়ণ বলেন, “আমরা মানিক দত্তের সাথে হাত মেলাতে পেরে এবং ফুলিয়ার জামদানি তাঁতীদের অগ্রগতি ও উন্নয়নে সহযোগী হতে পেরে গর্বিত। এই সহযোগিতার সাথে আমাদের উদ্দেশ্য হল জামদানি তাঁতীদের সম্প্রদায়কে শক্তিশালী করা এবং জামদানি তাঁতের উত্তরাধিকারকে সংরক্ষণ করা।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *