টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (টিসিএস) ও কর্ণাটক সরকারের ‘ইলেক্ট্রনিক্স, আইটি, বিটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ২৩তম টিসিএস রুরাল আইটি কুইজ। এই ইভেন্টটি হল বেঙ্গালুরু টেক সামিট ২০২২-এর একটি অঙ্গ।
দেশের ছোটো ছোটো শহর ও জেলার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ভারতজুড়ে আটটি রিজিওনাল ফাইনাল হবে। প্রত্যেক রিজিওনাল ফাইনালের বিজয়ী অংশ নিতে পারবে বেঙ্গালুরুতে নভেম্বরে অনুষ্ঠিতব্য ন্যাশনাল ফাইনালে। রিজিওনাল বিজয়ীরা পাবে ১০,০০০ টাকার গিফট ভাউচার এবং রানার্স-আপ পাবে ৭০০০ টাকার গিফট ভাউচার। জাতীয় পর্যায়ের বিজয়ী পাবে ৫০,০০০ টাকার স্কলারশিপ। কুইজে যোগ দিতে আগ্রহী ছাত্রছাত্রীরা ১৮ সেপ্টেম্বরের আগে নাম নথিভুক্ত করতে পারবে: (https://iur.ls/tcsruralitquiz2022reg)।
২০২০ সাল থেকে টিসিএস কর্ণাটক সরকারের ‘ইলেক্ট্রনিক্স, আইটি, বিটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিভাগের সহযোগিতায় এই রুরাল আইটি কুইজের আয়োজন করে আসছে।