অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে টেকনিশিয়ানদের সম্পর্কের টানাপোড়েন, ‘রঘু ডাকাত’ ছবিতে ভবিষ্যৎ অনিশ্চিত
বিনোদন জগতে বিতর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে কেন্দ্র করে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা, ফলে তাঁর ভবিষ্যৎ প্রকল্পগুলি অনিশ্চয়তার মুখে পড়েছে।
ঘটনার সূত্রপাত এসভিএফ প্রযোজিত ব্যান্ড হুলিগানিজমের নতুন মিউজিক ভিডিয়োকে কেন্দ্র করে। ১৪ মে এই ভিডিয়োর শুটিং হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে তা বন্ধ হয়ে যায়। ১৩ মে টেকনিশিয়ানদের তরফ থেকে SVF-কে জানিয়ে দেওয়া হয় যে তারা অনির্বাণের সঙ্গে আর কোনও কাজ করবেন না।
টেকনিশিয়ানদের প্রতিবাদের মূল কারণ হল পরিচালক ফেডারেশনের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে অনির্বাণের অবস্থান। তিনি আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন, যা বিরোধিতার সৃষ্টি করে। তবে শুধুমাত্র পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও অনির্বাণের সঙ্গে কাজ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন টেকনিশিয়ানরা।
এই বিতর্কের ফলে অনির্বাণের ব্যান্ডের পরবর্তী মিউজিক ভিডিয়োর ভবিষ্যৎও অনিশ্চিত। এই প্রকল্পের পরিচালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ঋদ্ধি সেন। তবুও, এই সিদ্ধান্তের ফলে টেকনিশিয়ানরা শুটিংয়ে অংশ নিতে অস্বীকার করেছেন।
এছাড়া, হুলিগানিজমের প্রোডাকশন ডিজাইনার শুভার্থী বিশ্বাসকেও টেকনিশিয়ানরা বয়কটের তালিকায় রেখেছেন বলে জানা গেছে। এই সিদ্ধান্ত বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছে এবং অনির্বাণ ভট্টাচার্যের ভবিষ্যৎ প্রকল্পগুলি কোন পথে এগোবে, তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে।