টেকনোর নতুন সাশ্রয়ী স্মার্টফোন: পিওপি৫এলটিই

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এবার তাদের ‘পিওপি সিরিজে’ নিয়ে এলো নতুন স্মার্টফোন – পিওপি৫ এলটিই।

ট্রানশন ইন্ডিয়ার সিইও অরিজিৎ তলাপাত্র জানান, নতুন পিওপি সিরিজের ডিজাইন করা হয়েছে ‘জেন-জেড’এর চাহিদার কথা মাথায় রেখে। তারা আশা করেন নতুন টেকনো পিওপি৫এলটিই বাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে।

সাত হাজার টাকার নীচের সেগমেন্টের নতুন এই ফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি, ৬.৫২ এইচডি+ ডট-নচ ডিসপ্লে, ৮এমপি এআই ডুয়াল রিয়ার ক্যামেরা, এইচআইওএস ৭.৬ বেসড অ্যান্ড্রয়েড ১১ গো। এছাড়াও রয়েছে সময়োপযোগী বিভিন্ন স্মার্ট ফিচার্স। এই ফোনে আছে ২জিবি র‍্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ১৪টি আঞ্চলিক ভাষার পরিপোষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *