হৃদরোগে প্রয়াত হলেন তেলুগু অভিনেতা চন্দ্র মোহন

অভিনেতা চন্দ্র মোহন ৮০ বছর বয়সে শনিবার সকাল ৯.৪৫ নাগাদ হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। চন্দ্র মোহনের পরিবারের এক সদস্য জানান, ‘বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।’ সোমবার হায়দরাবাদে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

১৯৪৩ সালের ২৩ মে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পামিদিমুক্কালা গ্রামে জন্মগ্রহণ করেন চন্দ্র মোহন। তাঁর আসল নাম মল্লমপল্লী চন্দ্রশেখর রাও।  তিনি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘রঙ্গুলা রত্নম’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান এবং এই ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে নন্দী পুরস্কারও পেয়েছিলেন রাজ্য সরকারের হাত থেকে। এছাড়াও  নানান চরিত্রে ৫০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

এছাড়াও চন্দ্র মোহন সেরা অভিনেতা এবং ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে দুটি ফিল্মফেয়ার পুরস্কার এবং বেশ কয়েকটি পুরস্কার জিতেছিলেন তিনি। তবে অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *