নব্বই দশকের সময়ের টলিউড খ্যাত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন। মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তারপর তাঁকে সেখান থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে একটি হাসপালাতেই ভর্তি রয়েছেন।
আশঙ্কা করা হচ্ছে আরও বেশ কিছুদিন অবজার্ভেশনে রাখা হবে তাঁকে। এর আগে একবার করোনাতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। তখন অবশ্য বাড়িতে বসেই নিজের অসুস্থতা সারিয়ে তুলেছিলেন তিনি। তারপরে একবার ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন ভিক্টর। তখনও বিপদ কাটিয়ে বেড়িয়ে এসেছিলেন তিনি।
এখন কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরেছেন তিনি। শিফ্ট করানো হয়েছে জেনারেল বেডেই। তবে হার্টে ব্লকেজ দেখা দিয়েছে তাঁর। এই কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি বলিউডের সঙ্গে জড়িত থাকলেও, তিনি মূলত বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গেই যুক্ত।