অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর

অ্যামাজন-ডট-ইন’এর উৎসবকালীন ইভেন্ট অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২’ আরম্ভ হবে ২৩ সেপ্টেম্বর থেকে। এতে আর্লি অ্যাক্সেসের সুযোগ পাবেন প্রাইম মেম্বাররা। অগণিত ‘স্মল মিডিয়াম বিজনেস’এর (এসএমবি) বিশাল পণ্যসম্ভার থেকে খুব সহজে কেনাকাটার সুবিধা এনে দেবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। অ্যামাজন লঞ্চপ্যাড, অ্যামাজন সহেলি, অ্যামাজন কারিগর ইত্যাদি অ্যামাজন প্রোগ্রামের সেলারদের প্রোডাক্ট ছাড়াও নামী ভারতীয় ও গ্লোবাল ব্র্যান্ডের পণ্যসামগ্রীও পাওয়া যাবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে। এই উপলক্ষে এবার ২০০০-এরও বেশি নতুন প্রোডাক্ট লঞ্চ হবে এবং সুপরিচিত ব্র্যান্ডগুলির প্রোডাক্টও পাওয়া যাবে।

গ্রাহকরা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলাকালীন ৭৫০০ টাকা অবধি রিওয়ার্ড জেতার সুযোগ পাবেন। তাদের শুধু ‘অ্যামাজন পে’ ব্যবহার করে বিল পেমেন্ট, ফোন রিচার্জ, টাকা ভরা বা টাকা পাঠানোর মতো কাজ করতে হবে। এই রিওয়ার্ড ‘রিডীম’ করা যাবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলাকালীন।

প্রসঙ্গত, অ্যামাজনের সকল ফুলফিলমেন্ট সেন্টার, সর্টেশন সেন্টার ও ডেলিভারি স্টেশনের অ্যাসোসিয়েট ও পার্টনারগণ গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের প্রস্তুতির সঙ্গে জড়িয়ে থাকেন। ১৯টি রাজ্যে থাকা অ্যামাজন ইন্ডিয়ার ৬০টিরও বেশি ফুলফিলমেন্ট সেন্টার ও সর্টেশন সেন্টার এবং অ্যামাজনের নিজস্ব ও পার্টনার-চালিত ১৮৫০টি স্টেশন আসন্ন উৎসবের মরশুমের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছেন ২৮০০০ ‘আই হ্যাভ স্পেস’ পার্টনার ও অজস্র ‘অ্যামাজন ফ্লেক্স’ ডেলিভারি পার্টনার।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *