সেন্টারের(আইসি)২৬ জন সদস্যকে সফ্ট স্কিলের ট্রেনিং দেবে বার্ড অ্যাকাডেমী

সিকিম বায়ো-ডাইভারসিটি কনসারভেশন ও ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের সাথে পার্টনারশিপ করেছে বার্ড অ্যাকাডেমী। এই পার্টনারশিপের উদ্দেশ্য হল অফিশিয়াল ইন্টারপ্রিটেশন সেন্টারের(আইসি)২৬ জন সদস্যকে সফ্ট স্কিলে প্রশিক্ষিত করে তোলা। যাতে তাঁরা সুষ্ঠ ভাবে গ্রাহক পরিষেবা প্রদান করতে পারেন।এই কর্মসূচীর লক্ষ্য হল আইসি সেন্টারের সদস্যদের তাদের দায়িত্ব সম্পর্কে অবগত ও আত্মবিশ্বাসী করে তোলা। যা পর্যটনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

সেই কথা মাথায় রেখে সফ্ট স্কিল ট্রেনিং-র জন্য সিকিম সরকার ২৬ জনকে নির্বাচিত করেন যাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার সমান।বার্ড অ্যাকাডমী হল বার্ড গ্রুপের একটি প্রতিষ্ঠানিক শাখা। দেশব্যাপী হসপিটালিটি ইনড্রাস্টিতে যার ৫০ বছরের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। উল্লেখ্য, হসপিটালিটি ইনড্রাস্টিতে বিশেষ অবদানের জন্য সিকিম সরকারের বন ও পরিবেশ বিভাগকে এই বিশেষ সম্মানের জন্য নির্বাচিত করেছে বার্ড অ্যাকাডেমী।

যা ভারতের অন্যতম সুন্দর রাজ্য সিকিমের জন্য বিরাট গৌরবের ব্যাপার।সিকিমের বন, পরিবেশ ও বন্যপ্রাণী, খনি, খনিজ ও ভূতত্ত্ব এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী কর্মা লোদয় ভুটিয়া বলেন, এই প্রশিক্ষণটি সিকিমের পর্যটনের অগ্রগতিতে বিশেষ ভাবে সাহায্য করবে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *