প্রথম শিলচর-সিলেট ফেস্টিভ্যাল হচ্ছে আসামের বরাক ভ্যালিতে

ভারত ও বাংলাদেশের প্রতিবেশী অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত করার লক্ষ্যে শুক্রবার থেকে প্রথম সিলেট-শিলচর উৎসব শুরু হয়েছে আসামের বরাক ভ্যালিতে। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ ও বাংলাদেশের মুক্তির ৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উভয় দেশের আঞ্চলিক সম্পর্ক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করে তোলার উদ্দেশ্য নিয়ে ২ ও ৩ ডিসেম্বর এই উৎসবের আয়োজন করেছে ইন্ডিয়া ফাউন্ডেশন।

আন্তর্জাতিক সীমান্ত দ্বারা বিভাজিত দুই দেশের ঐতিহ্য, মানুষ, আদিবাসী সংস্কৃতি, খাদ্য, শিল্পকলা, হস্তশিল্প, স্থানীয় উৎপাদিত পণ্য ও মনোরঞ্জনমূলক অনুষ্ঠান থাকছে এই উৎসবে। এছাড়া, বিভিন্ন বিষয়ে উভয় দেশের খ্যাতনামা ব্যক্তিবর্গের আলোচনা ও বক্তব্য শোনার সুযোগ পাবেন আগত দর্শক-শ্রোতারা। একইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রের নানারকম ব্যবসার সম্ভাবনার দ্বারও খুলে দেবে এই উৎসব।

দুইদিনের শিলচর-সিলেট উৎসবে উপস্থিত থাকবেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি, বিদেশ দফতরের প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং, মিজোরামের রাজ্যপাল কামভাম্পাতি হরি বাবু ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *