ভারতে বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সেসের প্রথম ‘আনসারহাউস’

জার্মান ভাষায় ‘আনসারহাউস’ নামের অর্থ ‘আমাদের বাড়ি’। বিশ্বের অগ্রণী হোম অ্যাপ্লায়েন্সেস কোম্পানি বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সেস গ্রুপ কলকাতায় তাদের প্রথম ‘আনসারহাউস’ (‘UnserHaus’) উদ্বোধন করল। এটি ভারতে তাদের একমাত্র এক্সপিরিয়েন্স সেন্টার, যেখানে তাদের তিনটি ব্র্যান্ড বশ (Bosch), সিমেন্স (Siemens) ও গ্যাগেনাউ (Gaggenau) এক ছাদের নীচে একসঙ্গে থাকবে।

কলকাতার সল্ট লেকে অবস্থিত এই কোম্পানির এক্সপিরিয়েন্স সেন্টারটি গ্রাহকদের স্বাগত জানাতে প্রস্তুত হয়ে রয়েছে। কলকাতায় কোম্পানির আরও দুইটি স্টোর রয়েছে – ঢাকুরিয়ায় একটি মাল্টি-চ্যানেল বশ অ্যান্ড সিমেন্স ব্র্যান্ড স্টোর এবং শেক্সপিয়ার সরণিতে একটি বশ স্টুডিয়ো।

বর্তমানে দেশে কোম্পানির ছয়টি এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে মুম্বই, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই ও কলকাতায়, এবং দেশব্যাপী রিটেল নেটওয়ার্কে রয়েছে ৯৫টি ব্র্যান্ড শপ (বশ-এর ৮০টি ব্র্যান্ড স্টোর ও সিমেন্সের ১৫টি ব্র্যান্ড স্টোর)। এইসব সেন্টারে এলে গ্রাহকরা একেবারে নিজেদের বাড়ির মতো সহজ ও স্বচ্ছন্দ পরিবেশ অনুভব করবেন।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *