বিদেশ সচিবের ভিডিয়ো বার্তা দিয়ে মুম্বইয়ে শুরু জি২০ বৈঠক

মুম্বইয়ে অনুষ্ঠিত জি২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিদের বৈঠকে স্থায়ী উন্নয়নের দিশা নিয়ে আলোচনা হয়েছে মঙ্গলবার। এই বৈঠক শুরু হয় বিদেশ সচিব বিনয় মোহন ক্বাত্রার একটি ভিডিয়ো বার্তার মধ্য দিয়ে।বৈঠকে আলোচনার বিষয়সমূহের মধ্যে ছিল প্রস্তাবিত ‘হাই-লেভেল প্রিন্সিপলস’ এবং ফুড, এনার্জি ও ফিনান্সিয়াল মার্কেটের বর্তমান সমস্যা সমাধানে দ্রুত উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ। আলোচনায় গুরুত্ব আরোপ করা হয় ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’, ‘লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট’ ও ‘ডেটা ফর ডেভেলপমেন্ট’-এর ত্বরান্বিত অগ্রগতি বিষয়ে ভারতের অগ্রাধিকারমূলক ব্যবস্থা বিষয়ে। ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে প্রাধান্য পায় এইসব বিষয়: স্বল্পোন্নত দেশগুলি ও  উন্নয়নশীল দ্বীপরাজ্যগুলির উন্নয়ন, আন্তর্জাতিক অর্থসংস্থা ও মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকগুলির ভূমিকা এবং কার্যকর সমাধানের জন্য জি২০ ফিনান্স ট্র্যাকের সঙ্গে সহযোগিতা।

মহারাষ্ট্রের কালচার, ট্রাডিশন ও হেরিটেজের প্রদর্শন দেখে মুম্বইয়ে ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আগত প্রতিনিধিরা চমৎকৃত হন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনেক প্রতিনিধি স্বীকার করেন, ভারতের মুম্বইয়ে জি২০ বৈঠক খুবই চমকপ্রদ হয়েছে।

মুম্বইয়ের বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গিরগৌম চৌপট্টিতে প্রতিনিধিদের স্বাগত জানানো হয় ঢোল-তাসা ও চিরাচরিত মহারাষ্ট্রিয়ান নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। এইসময় প্রতিনিধিদের অনেকে লোকশিল্পীদের সঙ্গে নাচে যোগ দেন। এরপর, জি২০ অতিথিদের প্রথামাফিক মারাঠি পাগড়ি পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। গেটওয়ে অব ইন্ডিয়ায় পুনেরি ঢোলবাদ্য অনুষ্ঠানেও তারা যোগ দেন। প্রতিনিধিদের কেউ কেউ নিজেরাও ঢোল বাজানোর চেষ্টা করছেন দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *