রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ বাঙালির আবেগ। আফগানিস্তানের কাবুলিওয়ালার সঙ্গে ছোট্ট মিনির গল্প কত মানুষের হৃদয় ছুঁয়েছে! আর তাই আবার পর্দায় ফিরছেন আফগানিস্তানের কাবুলিওয়ালা। এবার ‘কাবুলিওয়ালা’ চরিত্রে পর্দায় আসছেন মিঠুন চক্রবর্তী।
মঙ্গলবার (১ আগস্ট) ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তীর প্রথম ঝলক দেখা যায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলিক গল্পের কথা মাথায় রেখে ছবিটি পরিচালনা করছেন পরিচালক সুমন ঘোষ। ১৯৬৫ সালের প্রেক্ষাপটে তিনি গল্পটি বুনেছেন।
এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং জিও স্টুডিও। চলতি বছরের বড়দিনে ছবিটি মুক্তি পাবে।
এদিকে, মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত প্রজাপতি 2022 সালের ডিসেম্বরে মুক্তি পায়। দেবের প্রযোজনা সংস্থার এই ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে বলে দর্শকরা এই ছবিটিকে পুরোপুরি উপভোগ করেছেন। বাবা-ছেলের সম্পর্কের এই গল্প দেখতে হলভর্তি দর্শকরা। সেদিক থেকে এ ছবিটি নিয়েও আশাবাদী অভিনেতা।
এরপর ২০২৩ সালের বড়দিনের ছুটিতে আবার বড় পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।
মিঠুন চক্রবর্তী এর আগে ‘কাবুলিওয়ালা’ পরিচালক সুমন ঘোষের সঙ্গে ‘নোবেল চোর’ ছবিতে কাজ করেছেন। দর্শকরাও ছবিটি পছন্দ করেছেন। ১১ বছর পর আবারও সুমন ঘোষের ছবিতে মিঠুন চক্রবর্তী।
জানা গেছে, কলকাতা ছাড়াও ছবিটির শুটিং হবে লাদাখ ও আফগানিস্তানে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘কাবুলিওয়ালা’-এর যাত্রা। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ছবিটি।