আইসিসি’র ইভেন্ট স্পনসর করবে পলিক্যাব ইন্ডিয়া

ভারতের অগ্রণী ইলেক্ট্রিক্যাল গুডস কোম্পানি পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে এক অফিসিয়াল পার্টনারশিপে আবদ্ধ হল। এই পার্টনারশিপের অঙ্গ হিসেবে পলিক্যাব ২০২৩-এর শেষাবধি আইসিসি’র প্রধান মেন্স ও উওমেন্স গ্লোবাল ইভেন্টগুলি স্পনসর করবে, যেমন দক্ষিণ আফ্রিকায় আইসিসি উওমেন্স টি২০ ওয়ার্ল্ড কাপ, ইউকে’তে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ভারতে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩।

ভারতের সুপরিচিত ব্র্যান্ড পলিক্যাব আইসিসি’র সঙ্গে সম্পর্কের কারণে বিশ্বের ১ বিলিয়নেরও বেশি ক্রিকেটপ্রিয় মানুষের কাছে পরিচিতি লাভ করবে, ফলে বর্তমান ও ভবিষ্যতের গ্রাহকদের সঙ্গে পলিক্যাবের সম্পর্ক আরও মজবুত হবে।

২০২৩ সালের শেষাবধি পলিক্যাব ও আইসিসি’র অফিসিয়াল পার্টনারশিপের সাফল্য কামনা করে সন্তোষ প্রকাশ করেছেন পলিক্যাব ইন্ডিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার নীলেশ মালানি এবং আইসিসি’র চিফ কমার্সিয়াল অফিসার অনুরাগ দহিয়া।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *