৭৯ বছরেরও বেশি সময় ধরে  ব্র্যান্ডের শাড়ি তৈরি করে আসছে কানকাটালা পরিবার

কলকাতায় প্রথমবারের মতো কুইনস অফ কানকাটলার দুই দিনের প্রদর্শনীতে হ্যান্ডলুম শাড়ি নিয়ে এসেছে। ব্র্যান্ডটি কাঞ্চিপুরম,  বেনারসি, পৈথানি, অরগানজা, পাটোলা, জামদানি, কোটা এবং ভারতের ৫০টি  তাঁত ক্লাস্টার জুড়ে কানকাটালা পরিবারের বাছাই করা ও  হাতে বোনা মাস্টারপিস শাড়িগুলি প্রদর্শন করবে কলকাতার শাড়ির কর্ণধারদের জন্য। ১৪ এবং ১৫ ডিসেম্বর হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল রিজেন্সিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

উল্লেখ্য, প্রায় ৭৯ বছরেরও বেশি সময় ধরে  ব্র্যান্ডের শাড়ি তৈরি করে আসছে কানকাটালা পরিবার। ১৯৪৩ সাল থেকে কানকাটালা পরিবার তাদের পৃষ্ঠপোষকদের জন্য সেরা বুননের শাড়ি তৈরি করে আসছে। তাদের তাঁতিরাও শাড়ি তৈরির কাজে তিন প্রজন্ম ধরে  তাদের সাথে যুক্ত। এই  প্রথমবারের মতো কলকাতা খাঁটি ভারতীয় তাঁতের ওয়ান-স্টপ গন্তব্য হতে চলেছে।

ম্যানেজিং ডিরেক্টর মল্লিখার্জুন রাও কানকাটালা বলেন, প্রতি বছরই আমরা ভারতের বিভিন্ন শহরে প্রদর্শনী করি। এবার আমরা আমাদের কুইনস অফ কানকাটলার জন্য  কিছু সেরা তাঁতের শাড়ি নিয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *