সোম মন্ডলের নামের সঙ্গেই জড়িত থাকবে আইনী সংস্থা ‘ফক্স মন্ডল’

দেশের সর্বাধিক পুরাতন আইনী সংস্থা ‘ফক্স মন্ডল’ বিভক্ত হয়ে গেল।  তবে দিল্লি অফিসের সোম মন্ডলের নেতৃত্ত্বাধীন অংশই ‘ফক্স মন্ডল’ নামে পরিচিত থাকবে, যার অফিস রয়েছে নয়ডা, মুম্বই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সুরাট, ঢাকা ও লন্ডনে। এরপর গুয়াহাটি, পুণে ও আহ্‌মেদাবাদে অফিস খোলা হবে।

দীর্ঘকাল ধরে দেশের শতাব্দী প্রাচীন আইনী সংস্থা (ল ফার্ম) ‘ফক্স মন্ডল’ পরিচালিত হচ্ছে সোম মন্ডলের নেতৃত্ত্বে। তিনি ফক্স মন্ডলকে শুধু এদেশে নয়, বিশ্বের সর্বত্র সুপরিচিত করে তুলেছেন। তাঁর জন্যই সোম মন্ডল ও ‘ফক্স মন্ডল’ সমার্থক হয়ে পড়েছে। এখন থেকে সোম মন্ডলের নেতৃত্ত্বাধীন ‘ফক্স মন্ডল’ আসল ‘ফক্স মন্ডল’ হিসেবে পরিচিতি লাভ করবে। ফুল সার্ভিস ল ফার্ম ফক্স মন্ডলের ম্যানেজিং পার্টনার সোম মন্ডল জানান, ভারতের সর্বপুরাতন ল ফার্ম ফক্স মন্ডলের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে তাঁরা গর্বিত। এর মাধ্যমে তাঁরা ক্লায়েন্টদের ‘বেস্ট লিগাল সার্ভিস’ প্রদানের কাজ চালিয়ে যেতে থাকবেন।

প্রসঙ্গত, ফক্স মন্ডল হল একটি স্বনামধন্য ‘ফুল সার্ভিস ল ফার্ম’। ব্র্যান্ড হিসেবে ‘ফক্স মন্ডল’ সোম মন্ডল দ্বারা রেজিস্ট্রিকৃত। এই সংস্থা ‘নেসেসারি লিগাল এক্সপার্টাইজ’, ‘ইন্ডাস্ট্রি স্পেশালাইজেশন’ ও ‘কমার্সিয়াল আকুমেন’ সম্পন্ন।  সোম মন্ডল তাঁর আইনী কুশলতার জন্য সুপরিচিত এবং তিনি বিশ্বের বিভিন্ন আইনী সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন। বিশ্বের সেরা আইনজ্ঞদের মধ্যে সোম মন্ডল একটি সর্বজন স্বীকৃত নাম।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *