ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি মর্যাদাহানির অভিযোগ ‘জলি এলএলবি ৩’ নির্মাতাদের বিরুদ্ধে

আইনি জটিলতায় ‘জলি এলএলবি ৩’। অক্ষয় কুমার অভিনীত এই ছবির বিরুদ্ধে বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলার অভিযোগ উঠেছে। ‘জলি এলএলবি ৩’ ছবির পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আজমের-এর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান।তিনি ছবির শুটিং আপাতত স্থগিত রাখারও অনুরোধ জানিয়েছেন। তিনি অনুমান করেছেন আগের দু’টি ছবিতে যে ভাবে ভারতের বিচার ব্যবস্থাকে নিশানা করা হয়েছে, তৃতীয় ছবিটিতেও তার অন্যথা হবে না।

আগের ছবিগুলিতে উকিল বা বিচারকদের যে ভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেই মনে করছেন তিনি।চন্দ্রভানের মতে, এই ধরনের ছবি ভারতের আইন বা বিচার ব্যবস্থা উপর প্রশ্ন তুলতে পারে। তাই তিনি এই অভিযোগ জানিয়েছেন বলে জানান।

তবে এর মধ্যেই আজমেরে কিন্তু জোর কদমে শুটিং চালিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি।ছবিতে উকিলকে লাথি মারা, ছড়ি নিয়ে তাড়া করা অথবা  বিচারকদের গুটখা খাওয়ার মতো দৃশ্য খুবই অবমাননাকর। এর দ্বারা আদালতের মর্যাদা ক্ষুণ্ন হয়। আজমের ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশনের তরফে আদালতকে নোটিশ পাঠানোর আর্জি জানানো হয়েছে। মঙ্গলবার আদালতে মামলা ওঠার হওয়ার কথা বলে জানা যাচ্ছে।

By Piyali Poddar