‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রেক্ষাগৃহে মুক্তির সময়কে নিয়ে ধন্দে দর্শক। চলতি বছরের একটি বহু প্রতীক্ষিত ছবি এটি।একঝাঁক তারকাকে নিয়ে হিন্দু পৌরাণিক কাহিনির প্রেক্ষাপটে তৈরি এই ছবি। দক্ষিণী অভিনেতা প্রভাস, কমল হাসন থেকে বলিউডের অমিতাভ বচ্চন ও সুন্দরী দীপিকা পাড়ুকোন রয়েছেন ছবিটিতে। পরিচালক নাগ অশ্বিনের এই ছবিতে শ্রীকৃষ্ণের শেষ অবতার ‘কল্কি’র চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। ছবিটি হিন্দি ও তেলুগু, দু’টি ভাষাতেই শুটিং করা হয়েছে ।
প্রথমে মে মাসের ৯ তারিখে ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে ছবি নির্মাতাদের তরফে নির্ধারিত দিন বদলে ফেলা হয়। শোনা গিয়েছে, আগামী ৩০মে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’। এ রকম একটি বড় বাজেটের ছবির মুক্তি নিয়ে এত বিভ্রান্তির নেপথ্য কারণ হিসেবে উঠে আসছে লোকসভা নির্বাচন। কারন নির্বাচনী আবহাওয়ায় মানুষ কতটা হলমুখী হবেন এবং বক্স অফিসে তা কেমন প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর, কোনও প্রতিবন্ধকতা ছাড়া যাতে প্রেক্ষাগৃহে ছবিটি সুষ্ঠু ভাবে প্রদর্শন করা যায়, সে কারনেই এই সিদ্ধান্ত।
সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে । অনুমান করা হচ্ছে, প্রাথমিক ভাবে প্রযোজনা সংস্থার তরফে ঠিক করা হয়েছে ২০ জুন মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’।নির্মাতারা ছবিটি মুক্তির আগে একটি স্বল্প দৈর্ঘ্যের ‘অ্যানিমেটেড প্রিলিউড’ ওটিটিতে প্রকাশ করবেন । দর্শকদের ছবির পটভূমি নিয়ে স্বচ্ছ ধারণা দিতেই এই বিশেষ উদ্যোগ। তবে এই ‘অ্যানিমেটেড প্রিলিউড’টিও কবে প্রকাশ পাবে, তাও এখনও স্পষ্ট নয়।