যত সময় যাচ্ছে মাদক মামলায় তত তৎপর হচ্ছে এনসিবি টিম৷ একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এনসিবির পক্ষ থেকে৷ এবার খোদ শাহরুখ খানের বাড়ি মন্নত-এ পৌঁছল এনসিবি টিম৷ আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই মনে করা হচ্ছে তল্লাশি চালানো হতে পারে মন্নতে। তবে, সেবিষয়ে এতদিন মুখ খোলেনি এনসিবি। বৃহস্পতিবার দুপুরে তাঁরা হঠাৎই হাজির হয় মন্নতে। সেখানে কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছে বলে দাবি এনসিবির৷ এদিকে আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, ২৬ তারিখ ফের আরিয়ানের জামিনের শুনানি হবে৷ দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে৷ জানা গিয়েছে, শাহরুখ খানের বাড়িতে তল্লাশি করা হয়নি৷
প্রসঙ্গত, করোনার জেরে জেলবন্দি কয়েদিদের সঙ্গে দেখা করার উপর নিষেধাজ্ঞা ছিল মহারাষ্ট্র সরকারের৷ আজই সেই বিধি নিষেধ শিথিল করার পরেই মাদক কাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে ১৯ দিন পর দেখা করতে যান শাহরুখ খান৷ এনসিবি সূত্রে দাবি মাদক নেওয়ার কথা স্বীকার করে নিয়েছে আরিয়ান। সে গত চাঁর বছর ধরে মাদকে আসক্ত। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।