টিআরপি তালিকায় নম্বর কমছে সিরিয়ালের, শীর্ষে ‘নিম ফুলের মধু’ সিরিয়াল, নেপথ্যে কি নির্বাচনী আবহাওয়া?

টলিপাড়ার সিরিয়ালের সাপ্তাহিক ফলাফল প্রকাশ্যে। বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় সবার ওপরে জায়গা রেখেছিল জি বাংলার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। কিন্তু গত সপ্তাহে সেই জায়গা হারিয়েছে তারা। লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে। টলিপাড়ার থেকে শোনা যাচ্ছে, সিরিয়ালের নম্বর কমার নেপথ্যে রয়েছে নির্বাচনী হাওয়া।

জি বাংলার ‘নিম ফুলের মধু’ চলতি সপ্তাহেও তালিকায় শীর্ষে রয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৮.৩। দ্বিতীয় হয়েছে ‘জগদ্ধাত্রী’ মাত্র ০.১ নম্বরের ব্যবধানে। আগামী দিনেও নজরে থাকবে পর্ণা-সৃজন এবং জ্যাস-সয়ম্ভু, দুই জুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। রোহিত ও ফুলকির গল্প তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ‘ফুলকি’র প্রাপ্ত নম্বর ৮.৩। অন্য দিকে ৭.৯ নম্বর পেয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার সিরিয়াল ‘গীতা এল.এল.বি’। পঞ্চম স্থানে রয়েছে ‘কথা’। তাদের প্রাপ্ত নম্বর ৭.৩।

চলতি সপ্তাহে একাধিক সিরিয়ালের নম্বর টিআরপি তালিকায় রয়েছে। যেমন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়াল গত সপ্তাহে পেয়েছিল ৭.৮। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.২। আবার সম্প্রতি ‘বঁধুয়া’ সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়েছে। তাই এ সপ্তাহে তাদের নম্বর ভাগাভাগি হয়েছে ‘সন্ধ্যাতারা’র সঙ্গে। টেলি জগতের একাংশের আশঙ্কা, ভোটের দিন এগোনোর সাথে সাথে সিরিয়ালের নম্বরেও আগামী কয়েক সপ্তাহে ব্যাপক তারতম্য দেখা যেতে পারে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *