প্রধানমন্ত্রীর প্রশংসা পেল নিরোগস্ট্রিট

ভারতের প্রথম ও বিশ্বের দ্রুত বর্ধনশীল প্রযুক্তি-চালিত আয়ুর্বেদীয় চিকিৎসকদের প্লাটফর্ম ‘নিরোগস্ট্রিট’ (NirogStreet) ভারত ও বিশ্বের অন্যান্য স্থান থেকে তাদের ‘ক্যাপাসিটি বিল্ডিং’, ‘কমিউনিটি বিল্ডিং’ ও আয়ুর্বেদীয় চিকিৎসার প্রসারের জন্য প্রশংসা অর্জন করে চলেছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে নিরোগস্ট্রিটের কর্মধারার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ৬ বছর আগে আয়ুর্বেদীয় ঔষধের বাজার ছিল প্রায় ২২,০০০ কোটি টাকার। বর্তমানে যোগা ও আয়ুর্বেদের প্রতি ঝোঁক বৃদ্ধি পাওয়ায় তার পরিমাণ সারা বিশ্বে বেড়ে হয়েছে ১,৪০,০০০ কোটি টাকা।

 তিনি উল্লেখ করেন কিভাবে নিরোগস্ট্রিটের প্রযুক্তি-চালিত আয়ুর্বেদা হেলথকেয়ার ইকোসিস্টেম বিশ্বের সর্বত্র আয়ুর্বেদ চিকিৎসকদের প্রত্যক্ষভাবে সাধারন মানুষের সঙ্গে সংযুক্ত করে চলেছে এবং ৫০,০০০-এরও বেশি চিকিৎসক এর সঙ্গে যুক্ত রয়েছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে নিরোগস্ট্রিটের সপ্রশংস উল্লেখ থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিরোগস্ট্রিটের ফাউন্ডার ও সিইও রাম এন কুমার।

 অন্যদিকে বিশ্বের অন্যতম অগ্রণী বিজনেস স্কুল ইনসিড (INSEAD) সম্প্রতি নিরোগস্ট্রিটের ওপর একটি ‘কেস স্টাডি’র আয়োজন করেছিল। ওই অধিবেশনে রাম এন কুমার উপস্থিত ছিলেন। এই প্রথম ইনসিডের মতো একটি নামী শিক্ষাপ্রতিষ্ঠান এমন একটি কোম্পানির ওপর ‘কেস স্টাডি প্রেজেন্টেশন’-এর ব্যবস্থা করেছিল যারা আয়ুর্বেদের ক্ষেত্রে কাজ করে চলেছে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *