প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় শোকের ঘোষণা লতাজির প্রয়াণে

সুরলোকে বিলীন হয়ে গেলেন সুরের সম্রাজ্ঞী। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গতকাল ৮টা ১২ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝে কিছুটা সুস্থ হলেও আবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবরে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকল কেন্দ্রীয় মন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন রাজ্যে।

এদিন টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি এই খবর শুনে কার্যত নির্বাক। দয়ালু এবং যত্নশীল লতা দি তাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন পথিকৃৎ হিসেবে মনে রাখবে যিনি সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রাখতেন। মোদী এও জানান, তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের যেটুকু আলাপ এবং কথাবার্তা ছিল তা তিনি চির জীবন মনে রাখবেন। তিনি সব সময় উন্নততর এবং শক্তিশালী দেশ দেখতে চাইতেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ”একজন ভারতরত্ন, লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে”।

অন্যদিক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি লতা মঙ্গেশকরের খবর শুনে প্রচণ্ড ব্যথিত হয়েছেন। তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তিনি তাঁর সম্মানে আগামীকাল রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করছেন। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। লতা দীর্ঘদিন ধরেই গৃহবন্দি ছিলেন৷ বাইরে বিশেষ বেরতেন না৷ তবে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ তৎপর ছিলেন৷ মনে করা হচ্ছে, কোনও ঘনিষ্ট ব্যক্তি বা পরিচারিকার থেকে তিনি সংক্রমিত হয়েছিলেন৷

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *