দেশের অন্যতম এক জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ।পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে তিনি। সে তাঁর খ্যাতি, নিজের প্রতিভা ও যোগ্যতার জোরে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। তিনি কর্মসূত্রে থাকেন মুম্বইয়ে। অনুষ্ঠানের জন্য দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় যেতে হয় তাঁকে। সাধারণত অনুরাগীরা তাঁকে ঘিরে ধরলে তাঁদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন অরিজিৎ।
সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় এক অনুরাগীর উপর বেশ চটে গেলেন অরিজিৎ। কয়েক জন অনুরাগী গায়কের সঙ্গে ছবি তোলার জন্য রাস্তার মাঝখান দিয়ে বাইকে চড়ে অরিজিতের গাড়ি ধাওয়া করতে দেখা যায় তাদেরকে। ধাওয়া করতে করতে অরিজিতের গাড়িকে ধরেও ফেললেন তাঁরা। তাঁদের এই ব্যাবহারে রেগে যান গায়ক।
তবে রেগে গেলেও অনুরাগীদের ফিরিয়ে দেননি অরিজিৎ। গায়কের সঙ্গে ছবি তোলার ইচ্ছা ছিল তাঁদের। অরিজিৎ তাঁদের বলেন, ‘‘ছবি তুলবে তো? ছবি তোলার জন্যই তো এত কিছু করা! ছবি তোলো। কিন্তু এ ভাবে হর্ন বাজাবে না।’’