ছবি মুক্তিতে কোর্টের তরফে অনুমতি মিললেও দেখা গেল না বাংলায়

সম্প্রতি এক ছবিকে কেন্দ্র করে জল্পনা চলছিল রাজ্যে। বহু চেষ্টার পরে অবশেষে মুক্তি পেলো ছবি। এমনকি কলকাতা হাইকোর্টের তরফ থেকেও মিলেছে সবুজ সংকেত। তারপরও বাংলার একটি প্রেক্ষাগৃহেও মুক্তি পেল না সনোজ মিশ্র পরিচালিত ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’।

সম্প্রতি এই ছবির মুক্তির ওপর স্থগিতদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার ঝায় নামের এক ব্যক্তি। তবে সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ছবির মুক্তি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট।

গোটা দেশজুড়ে মোট ৬০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। রমরমিয়ে চলছে দিল্লি, মুম্বই এবং দক্ষিণে। তবে বাংলায় এল না সনোজ মিশ্র পরিচালিত ‘বিতর্কিত’ এই ছবি। বাংলার একাধিক সিনেমার কর্ণধারের মতে, যেহেতু ছবিটি বিতর্কিত তাই তা বাংলায় না চালানোই শ্রেয়।

By Arpita Debnath