বিতর্কের মধ্যে সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে বেশ চমক দেখাচ্ছে। মাত্র 9 দিনেই 100 কোটি ছাড়িয়েছে সিনেমাটি। বিতর্কের পরও দেশে ভালো ব্যবসা করছে ছবিটি। ‘দ্য কেরালা স্টোরি’ ইতিমধ্যেই বিদেশে মুক্তি পেয়েছে। সিনেমাটি আমেরিকা, কানাডার পাশাপাশি ব্রিটেনেও মুক্তি পেয়েছে।
এই মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। বিতর্কিত এই ছবিটি ইতিমধ্যেই ব্রিটেনে মুক্তি পেয়েছে। অগ্রিম টিকিট বুকিংও শুরু হয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রথম শো প্রায় হাউসফুল। কিন্তু হঠাৎ করেই বাতিল হয়ে যায় সিনেমাটির সব শো।
‘দ্য কেরালা স্টোরি’ ব্রিটেনের প্রায় ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্স চেইনগুলি অগ্রিম বুকিং শুরু হওয়ার পর হঠাৎ শো বাতিলের জন্য দুঃখ প্রকাশ করেছে। সেদেশে ছবিটির পরিবেশক টোয়েন্টি ফোর সেভেন ফ্লিক্সফোরইউ ছবিটির প্রদর্শন বাতিলের কারণ জানিয়েছেন। তাদের মতে, বিবিএফসি (ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন) সিনেমাটি ক্লিয়ার না করা পর্যন্ত সিনেমাটি ব্রিটেনে মুক্তি পাবে না। তাই এখনই দর্শনার্থীদের টাকা ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে, ‘দ্য কেরালা স্টোরি’ ভারতে মুক্তির মাত্র 10 দিনে 136 কোটি রুপি আয় করেছে। মাত্র ১০ দিনেই দেশের বক্স অফিস আয় ১৫০ কোটি টাকা! মুক্তির পর দ্বিতীয় রবিবার সিনেমাটি একদিনে সর্বোচ্চ আয় করেছে। বক্স অফিস থেকে 23 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।